৩৮ আরোহী নিয়ে নিখোঁজ চিলির সামরিক বিমান

৩৮ জন আরোহী নিয়ে চিলির একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। অ্যান্টার্কটিকা রুটে বিমানটি নিখোঁজ হয়েছে বলে চিলির বিমান বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।

সি-১৩০ হারকিউলিস বিমানটিতে ১৭ ক্রু সদস্য এবং ২১ জন যাত্রী ছিলেন। অ্যান্টার্কটিকায় অবস্থিত চিলির সেনাঘাঁটিতে রসদ নিয়ে যাচ্ছিলেন তারা। খবর বিবিসির।

চিলির দক্ষিণের পুনটা অ্যারেনাস শহর থেকে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ৫৫ মিনিটে বিমানটি অ্যান্টার্কটিকার পথে রওনা হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে বিমানটির সঙ্গে কন্ট্রোলরুমের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ বিমান ও এর আরোহীদের খোঁজে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন