বগুড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের থেঁতলে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহের উপর দিয়ে অসংখ্য যানবাহন যাওয়ায় নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি বুধবার সকালে বগুড়ানাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাটের খানেকদূরে পদ্মপুকুর এলাকা থেকে মরদেহের হাড় এবং মাংস উদ্ধার করে পুলিশ

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতের কোনো এক সময় হয়তো অজ্ঞাত ওই যুবক যানবাহনের চাপায় মারা যান। এরপর রাতভর তার দেহের উপর দিয়ে অসংখ্য যানবাহন যাতায়াত করে। কারণে মরদেহ থেঁতলে যায় এবং মহাসড়কে হাড় মাংস পড়ে থাকে। গতকাল সকালে হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে হাড় মাংস বস্তায় ভরে মর্গে পাঠিয়ে দেয়

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুর রহমান জানান, যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে যাওয়ায় মরদেহ চেনা যাচ্ছে না। হাড় মাংসের সঙ্গে নীল চেক শার্ট লুঙ্গি পাওয়া গেছে

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন