অভিশংসন: ট্রাম্পের বিরুদ্ধে ২ অভিযোগে অনুমোদন বিচারবিভাগীয় কমিটির

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কার্যক্রমে বাধার দুটি অভিযোগে অনুমোদন দিয়েছে প্রতিনিধি পরিষদের বিচারবিভাগীয় কমিটি।

শুক্রবার ২৩-১৭ ভোটে এটি অনুমোদিত হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কংগ্রেসের গুরুত্বপূর্ণ এ কমিটির সায় পাওয়ায় এখন কয়েকদিনের মধ্যেই অভিযোগ দুটি নিয়ে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটাভুটি হবে। ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ এ কক্ষে ট্রাম্প হারবেন বলেই অনুমান করা হচ্ছে।

প্রতিনিধি পরিষদের ভোট বিপক্ষে গেলে উচ্চকক্ষ সিনেটে শুরু হবে প্রেসিডেন্টকে অভিশংসনের চূড়ান্ত বিচার।

শুক্রবার মাত্র ১০ মিনিটের শুনানি শেষেই বিচারবিভাগীয় কমিটি ট্রাম্পের বিরুদ্ধে আনা দুই অভিযোগে অনুমোদন দেয়।

এর মধ্যে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বলা হয়েছে, আগামী নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের দুর্নীতি নিয়ে তদন্ত করতে ইউক্রেইনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে মার্কিন প্রেসিডেন্ট নিজের স্বার্থ হাসিলে বিদেশি একটি রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছেন।

প্রতিনিধি পরিষদের তদন্তে সহযোগিতা না করায় ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের কার্যক্রম বাধাগ্রস্ত করার অন্য অভিযোগটি আনা হয়েছে।

প্রেসিডেন্টকে ‘অভিশংসনযোগ্য’ এ অভিযোগ দুটির ধারাগুলো ৯ পৃষ্ঠা জুড়ে বিবৃত হয়েছে, জানিয়েছে বিবিসি।

এ নিয়ে বৃহস্পতিবারই হাউসের এই জুডিসিয়ারি কমিটিতে ভোট হওয়ার কথা ছিল; যদিও পক্ষে-বিপক্ষে ১৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা বিতর্কে তা আটকে যায়।

ভোট পেছানোয় কমিটির ডেমোক্রেট চেয়ারম্যান জেরি নেডলারের কড়া সমালোচনা করেছে রিপাবলিকানরা। তাদের ভাষ্য, বেশি টেলিভিশন সম্প্রচারের আকাঙ্ক্ষাতেই নেডলার ভোট পিছিয়ে দিয়েছেন।

শীর্ষ ডেমোক্রেট নেতারা বলছেন, দুর্নীতির মাধ্যমে ট্রাম্প ‘জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছেন।

বিচারবিভাগীয় কমিটিতে অভিযোগ দুটি অনুমোদিত হওয়ার পর এক বিবৃতিতে নেডলার শুক্রবারকে যুক্তরাষ্ট্রের জন্য ‘গভীর বিষাদের দিন’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। এ নিয়ে প্রতিনিধি পরিষদ দ্রুততম সময়ের মধ্যে তার ‘দায়িত্ব সারবে’ বলেও জানিয়েছেন তিনি।

ডেমোক্রেটদের এ পুরো প্রক্রিয়াকে ‘উইচ হান্ট’, ‘ধোঁকাবাজি’ ও ‘চালাকি’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্যারাগুয়ের প্রেসিডেন্টকে পাশে রেখে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ডেমোক্রেটরা অভিশংসন বিষয়টিকেই খাটো করে ফেলেছে।

“তারা নিজেরাই নিজেদেরকে বোকা বানাচ্ছে। এটা দেশের জন্য দুঃখের। যদিও রাজনৈতিকভাবে এটি আমাকে লাভবান করবে বলেই মনে হচ্ছে,” বলেছেন তিনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৭:০৭)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com