আবারও আগুন দিল্লিতে!

ফের আগুন লেগেছে ভারতের দিল্লিতে। এবার আগুন লেগেছে দিল্লির মুন্ডকা এলাকায়। সংবাদ সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ১২ টি ইঞ্জিন। ভোর রাতে কাঠের গুদামে আগুন লাগে। পরে তা ছড়ায় পাশের জুতা ও বাল্ব তৈরির কারখানায়।  কয়েক দিন আগে দিল্লির আনাজ মান্ডির আগুন কেড়েছিল ৪৩ জনের প্রাণ।

গত রবিবার দিল্লির আনাজ মান্ডিতে আগুনে মারা যান ৪৩ জন। এই আগুন দিল্লির দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম। সোমবার একই বাড়িতে ফের আগুন লাগে। যদিও দমকলের ৪ টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আনাজ মান্ডিতে আগুন লাগা বাড়িতেই ছিল ব্যাগ তৈরির কারখানা।

ছোট ছোট ঘরে ছিল আরও নানা জিনিস তৈরির কারখানা। তবে বেশিরভাগই অনুমতি বিহীন বলে জানিয়েছিল পুলিশ। জানা গিয়েছে, বাড়িটিতে কমপক্ষে ৭০ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। ১৯৯৭ সালের ১৩ জুন দিল্লিতে উপহার সিনেমার বেসমেন্টে থাকা ট্রান্সফর্মার থেকে আগুন ছড়ায়। সেই আগুনে মৃত্যু হয়েছিল ৫৯ জনের।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন