সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জেলাবাসী স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে প্রহরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযুদ্ধাদের নামের তালিকা স্মৃতিস্তম্ভে জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাকিয়া তাবাসসুম জুই পুস্প অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়
পরে শ্রদ্ধা নিবেদন করেন- জেলা প্রশাসক মাহমুদুল আলম পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসার আবু বকর সিদ্দিক, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার সৈযদ মোহাম্মদ হোসেনের নেতৃত্বে শিক্ষক নেতৃবৃন্দ।
এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য সর্ব সাধারণের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
Please follow and like us: