বগুড়ায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে ফজর আলী (৬৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামের একটি ফসলি জমি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ফজর আলী একই গ্রামের ময়েজ উদ্দীন মণ্ডলের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সোমবার রাতে খাবার খেয়ে ফজর আলী ঘুমাতে যান। পরদিন সকালে বাড়ির পাশের ফসলি জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ভ্যানচালকের মৃত্যুর কারণ জানতে মরদেহটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন