টেকনাফে রোহিঙ্গাসহ চার মাদকসেবীর কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গাসহ চার মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মোহাম্মদ হোসেন, মোহাম্মদ শফিক, চৌধুরীপাড়ার নবী হোসেন, হোয়াইক্যং ইউপির চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আনোয়ার।

শুক্রবার বিকেলে উত্তর জালিয়াপাড়ার মোহাম্মদ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক ও কারাদণ্ড দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ সার্কেল পরিদর্শক তরুণ কুমার রায়, উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর জালিয়াপাড়ার মোহাম্মদ আলমের বাড়ি থেকে মাদক সেবনের সময় চারজনকে আটক করা হয়। এ সময় ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটকদের তিনজনকে ছয়মাস এবং একজনকে চারমাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের শনিবার সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ১২:৫৫)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com