এনআরসি ইস্যুতে মমতাকে ‘কঠিন চ্যালেঞ্জ’ সিপিএম নেতার

ভারতে মুসলিমবিদ্বেষী বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে ডাকা ধর্মঘট নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী -সিপিএম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। খবর আনন্দবাজারের।

শনিবার সিপিএমের ‘গণশক্তি প্রতিষ্ঠা দিবস’ অনুষ্ঠানে এই চ্যালেঞ্জ দেন দেন তিনি।

চলতি মাসের ৮ ও ৯ জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ১০ টি বাম শ্রমিক সংগঠন।

দেশটির চলমান এই আন্দোলনকে সফল করতে গত বছরের ডিসেম্বরে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদনও করেন তারা।

আর সেই ধর্মঘটকে সামনে রেখে মমতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘নিজেদের প্রায়ই বামপন্থী বলে দাবি করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যদি তাই হয়ে থাকে তবে ৮ জানুয়ারির ধর্মঘট সফল করুন। আপনার সবচেয়ে বড় পরীক্ষা ৮ তারিখ। সেদিন আপনার ভূমিকা কী হয়, আমরা দেখব। ’

তিনি যোগ করেন, ‘মমতা ও তার দল যদি বামপন্থী হয় তাহলে আমি আর বামপন্থী থাকব না। কিন্তু আমরা তো এখানে পাকিস্তান, পাকিস্তান বলে চিৎকার শুনতে পাচ্ছি।’

এ সময় মমতাকে কেরলের মূখ্যমন্ত্রীকে অনুসরণ করার পরামর্শ দেন সূর্যকান্ত।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর বির্তকিত নাগরিক সংশোধনী আইনের বিরোধিতায় প্রস্তাব পাস হয়েছে ভারতের কেরালার বিধানসভায়। পশ্চিমবঙ্গকে একই পদক্ষেপ নিতে মমতা ব্যানার্জির প্রতি আহ্বান জানান কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

সেই প্রসঙ্গ সামনে এনে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘এনআরসি বিরোধিতায় সদিচ্ছা থাকলে বিধানসভায় জরুরি সভা ডেকে সব বাতিলের প্রস্তাব দিন।’

সূর্যকান্ত হুমকি দেন, ‘৮ ও ৯ তারিখের ধর্মঘট ভাঙার চেষ্টা হলে বির্তকিত এই আইনের বিরোধিতায় মমতার সব বক্তব্য বিশ্বাসযোগ্যতা হারাবে। ওইদিনই প্রমাণ হবে মমতা বন্দোপ্যাধ্যায় কার্যত বিজেপির পক্ষে নাকি অন্য পক্ষে।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ১২:৫৪)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com