জর্ডানেও ছড়াল করোনাভাইরাস

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। চীন থেকে রোগের শুরু হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। আর এবার জর্ডানেও হানা দিল করোনাভাইরাস। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়টি নিশ্চিত করেছেন।

জর্ডানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি দুই সপ্তাহ আগে ইতালি থেকে জর্ডানে ফেরেন। এরপর করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর শনিবার তার পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং করোনার উপস্থিতি পাওয়া যায়। তার সঙ্গে আরো এক ব্যক্তিরও করোনাভাইরাসের পরীক্ষা করা হয়। তবে ওই ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের তিন সদস্যকেও পরীক্ষা করা হচ্ছে। যদিও আর কোনো ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি। তবে যারা করোনভাইরাস রোগীর সংস্পর্শে ছিলেন তাদের নিজ বাড়িতেই ১৪ দিনের কোয়ারান্টাইনে রাখা হবে। মন্ত্রী আরো জানান, করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য জর্ডান পুরোপুরি প্রস্তুত।

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। প্রায় ৬০টি দেশে ভাইরাস ছড়িয়ে যাওয়ার খবর মিলেছে। এই ভাইরাসের ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দক্ষিণ কোরিয়ায়। ইরানে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতালিসহ ইউরোপেও করোনা আতঙ্ক ক্রমশ বাড়ছে। তারই মধ্যে যুক্তরাষ্ট্রে আরো এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। এই নিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দুই জনের মৃত্যু হল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন