পাতার আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে আখের শুকনো পাতা পোড়াতে গিয়ে দগ্ধ হয়ে আফসার মালিথা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজে মারা যান তিনি।

এর আগে বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আফসার পুকুরিয়া একই গ্রামের মৃত শমসের মালিথার ছেলে।

আফসারের ভাইপো মাহবুব মালিথা জানান, বিকেল ৫টার দিকে মাঠে আখের পাতা পোড়াতে যান তার চাচা আফসার মালিথা। অসতর্কতার কারণে ওই আগুনে দগ্ধ হন তিনি। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।

দগ্ধ অবস্থায় আফসার মালিথাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন