নিজ বাসায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা-পল্টন গ্রামে বাসার ভিতরে শ্রাবণী রানী রায় নামের এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় আকচা পল্টন পাড়ার এলাকায় ওই ছাত্রীর বাড়ির বারান্দা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

শ্রাবনী রানী ওই গ্রামের ভবেশ রায়ের মেয়ে। সে ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

এলাকাবাসী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে শ্রাবনীর বাবা ও মা বাড়ির বাইরে যায়। শ্রাবনী ও তার দাদা নিরমোহন বাড়ির পাশাপাশি দুটি কক্ষে তারা অবস্থান করছিল। সন্ধ্যায় ওই বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে শ্রাবনীর গলা কেটে পালিয়ে যায়। এসময় শ্রাবনীর বৃদ্ধ দাদা দেখে ফেললেও তাদের চিনতে পারেনি। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দেয়। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা জানাতে পারেনি পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক। তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন