করোনাভাইরাসে নারী এমপিসহ ইরানে মৃত্যু ১২৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানি এমপি ফাতেমা রাহমার মারা গেছেন। শনিবার বার্তা সংস্থা তাসনিমের বরাতে আল-আরাবিয়াহ এমন খবর দিয়েছে।

শুক্রবার তার শারীরিক অবস্থা নিয়ে মিশ্র প্রতিবেদন পাওয়া গেছে। বলা হয়, তাকে অক্সিজেন দেয়া হয়েছে। চিকিৎসকরাও তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ইরানের এমপি ছিলেন। পরে গত ২১ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ফের নির্বাচিত হন।

এছাড়া শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টাসহ নতুন করে ১৭ জন এই ভাইরাসে মারা গেছেন। ভাইরাসটির বিস্তারের পর ইসলামি প্রজাতন্ত্রটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৪ জনে।

চীনের মূল ভূখণ্ডের বাইরে কোভিড-১৯ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হচ্ছে ইরান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক হাজার ২৩৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, সপ্তাহ দুয়েক আগে ভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষণ প্রকাশ পাওয়ার পর এসব রোগী আমাদের কাছে এসেছেন। রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকজনের ভেতরে বেশ কয়েকজন রাজনীতিবিদ রয়েছেন।

১৯৭৯ সালের মার্কিন দূতাবাসে জিম্মি সংকটে অংশ নিয়েছিলেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হোসেন শাইখুল ইসলাম। করোনাভাইরাসে বৃহস্পতিবার তিনি মারা যান।

সিরিয়ার সাবেক এই রাষ্ট্রদূত ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন