ঠাকুরগাঁওতে জেলের জালে উঠল কষ্টিপাথরের কৃষ্ণমূর্তি

ঠাকুরগাঁও থেকে কষ্টিপাথরের কৃষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। প্রায় ৮০০ গ্রাম ওজনের মূর্তিটি একটি পুকুরে জেলেদের জালে উঠে আসে।

গতকাল রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজী লস্করা গ্রামের টুপলি পুকুর থেকে কষ্টিপাথরের এ মূর্তিটি উদ্ধার করা হয়। মাছ ধরার সময় জেলেদের জালে আংশিক ভাঙা কষ্টিপাথরের মূর্তিটি উঠে আসে। পরে পুলিশ গিয়ে তা হেফাজতে নেয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম তানু মূর্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন