চূড়ান্তভাবে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হলেন ট্রাম্প

রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আবারো চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাকে সমর্থন দিয়েছেন রিপাবলিকান পার্টির ১২৭৬ জন প্রতিনিধি। ট্রাম্পের ক্যাম্পেইনের মুখপাত্র টিম মার্তুগ বলেন, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য ব্যাপক উৎসাহের। এত সমর্থন দ্বারা বোঝা যায় ট্রাম্পের পেছনে কীভাবে রিপাবলিকানরা রয়েছেন এবং তাদের সমর্থন ঠিক কতটা।

তিনি আরো বলেন, রিপাবলিকান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা এতটাই তৎপর যে, নভেম্বরে ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত না হওয়া পর্যন্ত তারা থামবে না।

জানা গেছে, ২০১৬ সালে যেভাবে তিনি রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন, তার তুলনায় এবার অনেকটাই এগিয়ে রয়েছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন