সেরা সিনেমা ওপেনহাইমার, সেরা অভিনেতা মারফি-অভিনেত্রী এমা

প্রতিবছরই সিনেপ্রেমীরা যে মুহূর্তের অপেক্ষায় থাকেন অবশেষে কাঙ্খিত সেই মাহেন্দ্রক্ষণ! ঘোষিত হলো ৯৬তম অস্কার। আমেরিকার ডলবি থিয়েটারে বসেছিল এই মর্যাদাকর পুরস্কারের আসর। উপস্থাপনা করেছেন জিমি কিমেল।

এবারের অস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ওপেনহাইমার’। আর এই চলচ্চিত্রের জন্য নির্মাতা ক্রিস্টোফার নোলান জিতে নিয়েছেন সেরা পরিচালকের পুরস্কারও।এমনটা আগে থেকেই ধারণা করছিলেন সিনেবোদ্ধারা। অবশেষে তাদের ধারণাই সত্যি হলো।

এবারের অস্কারে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে এগিয়েছিল ওপেনহাইমার। সিনেমাটি নির্মিত হয়েছে মার্কিন পরমাণু বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারের জীবনী অবলম্বনে। আর এতে নাম ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কারটি উঠেছে কিলিয়ান মারফির হাতে। অন্যদিকে ‘পুওর থিংস’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন এমা স্টোন।এটি এমার দ্বিতীয় অস্কার।

দেখে নেওয়া যাক বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:

সেরা ছবি: ওপেনহাইমার

সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)

সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেত্রী: ডা’ভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভার)

অ্যাডাপটেড স্ক্রিনপ্লে: আমেরিকান ফিকশন

অরিজিনাল স্ক্রিনপ্লে: অ্যানাটমি অভ আ ফল

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা অ্যানিমেটেড শর্টস: ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো

সেরা আন্তর্জাতিক ফিচার: দ্য জোন অফ ইন্টারেস্ট (ইউকে)

সেরা ডকুমেন্টরি ফিচার: ২০ ডেইজ ইন মারিউপোল

সেরা ডকুমেন্টরি শর্টস: দ্য লাস্ট রিপেয়ার শপ

বেস্ট অরিজিনাল স্কোর: ওপেনহাইমার

বেস্ট অরিজিনাল সং: হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)

বেস্ট সাউন্ড: দ্য জোন অফ ইন্টারেস্ট

সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং: পুওর থিংস

সেরা কস্টিউম: পুওর থিংস

সেরা ভিজ্যুয়াল এফেক্টস: গডজিলা মাইনাস ওয়ান

সেরা ফিল্ম এডিটিং: ওপেনহাইমার।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (দুপুর ২:৪৬)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com