শেরে-বাংলা স্টেডিয়ামে সালমান-ক্যাটরিনা

রাজধানীর মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু বিপিএলের দুই প্রধান আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।  রবিবার সন্ধ্যায় তারা অনুষ্ঠানস্থলে এসে পোঁছান।

এর আগে, বিকাল সাড়ে ৫টা থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এরই মাঝে রবিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

পরে আবারও শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এ দফায় মঞ্চে আসেন জেমস। এরপর স্টেজে উঠেন  ভারতীয় সঙ্গীত তারকা সনু নিগাম। সবশেষে মঞ্চে আসবেন বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাদের একক পারফরম্যান্সের পাশাপাশি দ্বৈত পারফরম্যান্সও দেখা দেখা যাবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন