৬ ডিসেম্বর বলিউডে মুক্তি পেয়েছে দু’টি প্রতীক্ষিত সিনেমা ‘পতি পত্নী অউর ওহ’ এবং ‘পানিপথ’। তবে সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর ও কৃতি শ্যানন অভিনীত ‘পানিপথ’ মাড়িয়ে বক্স অফিসে রাজত্ব করছে কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে ও ভূমি পেড়নেকর অভিনীত ‘পতি পত্নী অউর ওহ’। ১৯৭৮ সালের একই নামের সিনেমার রিমেক হলো ‘পতি পত্নী অউর ওহ’। তবে পরিচালক মুদাসসর আজিজ যা নির্মাণ করেছেন তা রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছে। সিনেমাটি মুক্তির প্রথম দিনেই আয় করেছে ৯ কোটি রুপি, আর দ্বিতীয় দিনের ১২ কোটি মিলিয়ে দু’দিনেই ২১ কোটি রুপি ঝুলিতে ভরেছে সিনেমাটি। খবর বাংলানিউজের।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ তার টুইটবার্তায় জানান, ‘পতি পত্নী অউর ওহ’ সিনেমাটি একেবারে ষাঁড়ের চোখেই নীরিখ করেছে। প্রথম সপ্তাহান্তিক আয় ৩৬ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে তিনি ধারণা করেন। অপরদিকে একই দিনে মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’ মোদাসসর আজিজের সিনেমাটির সঙ্গে সংঘাতে অনেকটাই পিছিয়ে পড়েছে। মুক্তির প্রথম দু’দিনে সিনেমাটি আয় করেছে মাত্র ৯ কোটি রুপি।
আপডেট টাইম : সোমবার, ডিসেম্বর ৯, ২০১৯, ৯৩ বার পঠিত

Please follow and like us: