২ কেজি স্বর্ণ ফেলে দৌড় দিলেন পাচারকারী!

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাতিপাড়া মাঠ হতে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায় স্বর্ণপাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার করবে, এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া মাঠে অভিযান চালানো হয়।

এ সময় একজন পাচারকারীকে দাঁড়াতে বললে তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্য থেকে ২ কেজি একশ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য ৯২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে বলে জানান বিজিবি’র ওই কর্মকর্তা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন