খুলনায় ‘আল্লাহর দলে’র ৫ সদস্য গ্রেফতার

খুলনায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র পাঁচ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী লিফলেটসহ সংগঠনের কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ পিএসসি (ইঞ্জিনিয়ার্স)।

গ্রেফতারকৃতরা হলেন- সংগঠনটির যশোর জেলা নায়েক ইলিয়াস কাঞ্চন রিপন (৩৮), যুগ্ম জেলা নায়েক মো. মুকুল হোসেন (৩৬), সহ জেলা নায়েক মো. ইয়াছিন আলী (৩৮), থানা নায়েক মো. শুকুর আলী (২৯) ও গ্রাম নায়েক মো. সোহানুর রহমান সোহান (২৩)।

লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ বলেন, ‘দীর্ঘদিন যাবত গ্রেফতার হওয়া ব্যক্তিরা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য সংগ্রহ করে। এছাড়া দলটির শক্তি বৃদ্ধির লক্ষ্যে টাকা সংগ্রহ, দলীয় গোপন বৈঠক, উগ্রবাদী বই, টাকা বিতরণ করা হয়। তাদের ওপর র‌্যাব-৬ এর গোয়েন্দা টিম নজরদারি রেখে ২৯ ডিসেম্বর ভোরে খুলনার লবণচরা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।’

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ১১:২৯)
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com