করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নাদাইন ডরিস। মঙ্গলবার ডরিস নিজেই এ তথ্য জানান। ব্রিটেনের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন।

শরীরে করোনার উপস্থিতি পাওয়ার পর থেকে তিনি সব রকম নিয়ম মেনে চলছেন এবং আইসোলেশনে রয়েছেন। তবে তিনি দুইদিন আগেই প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারি বাসভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, রবিবার আন্তর্জাতিক নারী দিবসে তিনি জনসনের বাসভবন, ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ছিলেন। সেখানে তখন অবস্থান করছিলেন কয়েক ডজন নির্বাচনী সদস্য, আইনপ্রণেতা এবং স্বাস্থ্য ও সামাজিক বিভাগের সহকর্মীরাও।

এখন পর্যন্ত যুক্তরাজ্যে ডরিসসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮৩ জন, মারা গেছেন ছয় জন। যার মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকও রয়েছেন।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ২:১৮)
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com