নিষেধাজ্ঞা থাকলেও বেনাপোল দিয়ে ঢুকছে ভারতীয়রা

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের স্থলবন্দরগুলো দিয়ে বিদেশি যাত্রীর ঢুকতে নিষেধাজ্ঞার মাঝেই বেনাপোল দিয়ে দেশে প্রবেশ করছে ভারতীয় যাত্রীরা। যশোরের বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলেছে, নিষেধাজ্ঞার চিঠি এখনো তাদের কাছে না পৌঁছেনি। ভারতফেরত যাত্রীদের বাংলাদেশে আসা অব্যাহত রয়েছে। গত ১৩ মার্চ বিকেলে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর ১৪ মার্চ রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও মৌখিকভাবে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু এ সংক্রান্ত কোনো লিখিত চিঠি যশোরের বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পৌঁছেনি।

তবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। শুধু আটকে পড়া ভারত ও বাংলাদেশের যাত্রীরা তাদের দেশে ফিরতে পারছেন।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত যাত্রী পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছে । তবে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন