কারাবাখের সংঘর্ষে আর্মেনিয়ার ২৩১৭ সেনা নিহত

আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে আর্মেনিয়ার দুই হাজারেরও বেশি সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার আর্মেনিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে আজারবাইজানের সেনাবাহিনী নিজেদের সামরিক সদস্যদের হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি।

দুই দেশের মধ্যে ছয় সপ্তাহের সংঘর্ষে এই সেনা নিহত হয়েছেন। বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত ২৭ সেপ্টেম্বর তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর অক্টোবরের মাঝামাঝিতে রাশিয়ার মধ্যস্থতায় সাময়িক ‘যুদ্ধবিরতিতে’ সম্মত হয় দেশ দুটি। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার

প্রতিবেদনে বলা হয়, শনিবার আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যালিনা নিকোগোসায়ান নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, দেশটির ফরেনসিক বিভাগ দুই হাজার ৩১৭ জনের মরদেহ শনাক্ত করেছে।

এর আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘর্ষে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আট হাজারেরও বেশি মানুষ। এছাড়া অন্তত ১৪৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।


পুতিন বলেন, ছয় সপ্তাহের এই সংঘর্ষে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয় হয়েছেন। এতে সাধারণ মানুষের বসতবাড়িসহ অসংখ্য সাংস্কৃতিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে বিবিসি বলেছিল, মস্কোতে প্রায় ১০ ঘণ্টার টানা আলোচনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই দুই দেশের মধ্যে শান্তি চুক্তি হয়েছে বলে জানান।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন