বেনাপোল সীমান্তে অস্ত্রসহ আটক ১

যশোরের বেনাপোলে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলিসহ সবুজ মিয়া (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (৮ মার্চ) রাত আটটার দিকে বেনাপোল সাদিপুর মোড় সুমায়া হোটেল থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটক সবুজ মিয়া ঢাকার ধামরাই এলাকার তোতা মিয়ার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে অস্ত্র ব্যবসায়ী সবুজ অস্ত্র নিয়ে বেনাপোল সাদিপুর মোড়ের সুমাইয়া হোটেলে রয়েছেন। এ সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহে তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল, দ’টি ম্যাগজিন, সাত রাউন্ড গুলি জব্দ করে। সবুজের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন