ষাটোর্ধ্ব রেখার ত্রিশের তারুণ্য

বয়স তাঁর ৬৬। কিন্তু রেখা আজও ৩০-এর তারুণ্যে ঝলমল। যেকোনো তরুণী রেখার সৌন্দর্যের পাশে ফিকে। বলিউডের এই রূপসী নায়িকার শরীরে এক ইঞ্চি বাড়তি মেদ নেই। ষাটোর্ধ্ব রেখার এই তারুণ্য এক গভীর রহস্য। তবে তিনি নিজেই এই রহস্যের জট খুলেছেন। রেখার কাছে জেনে নিন আজীবন তারুণ্য ধরে রাখার চাবিকাঠি।

রেখা প্রাকৃতিক সৌন্দর্যে পুরোপুরি বিশ্বাসী। বাজারে প্রচলিত প্রসাধনসামগ্রী থেকে তিনি নিজেকে দূরে রাখেন। প্রাকৃতিক উপায়ে রেখা নিজের সৌন্দর্য ধরে রেখেছেন।

মেদহীন ঝরঝরে

রেখার শরীর সত্যি বিস্ময়ে ভরা। এই বলিউড তারকার শরীরে এক ইঞ্চি মেদ পাওয়া দুষ্কর। মেদহীন এই ঝরঝরে শরীরের জন্য রেখা নিয়মিত নানা শরীরচর্চা করেন। যোগচর্চা তাঁর রোজকার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। এ ছাড়া তিনি কার্ডিয়াক, ব্যায়াম আরও অনেক কিছু করে থাকেন।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন