‘আলোচনার বাইরেই থাকতে চাই’

বলিউড নায়িকাদের মধ্যে সারাবছর যারা বিভিন্ন খবরে আলোচনায় থাকেন তাদের মধ্যে অন্যতম সোনাক্ষী সিনহা। কিন্তু ইদানিং অনেকটা আড়ালে থাকেন এই তারকা। নতুন সিনেমার খবরেও খুব একটা নেই তিনি।

কিছুদিন আগে স্বজনপ্রীতি নিয়ে যখন বলিউডে তুমুল সমালোচনা তখন পাল্টাপাল্টি মন্তব্য করেন দুইপক্ষ। বাইরে থেকে আসা বলিউড তারকা আর তারকাদের সন্তানদের মধ্যে চলে এই বিতর্ক। সেই সময় টুইটারে এক পোস্টকে কেন্দ্র করে সোনাক্ষীকেও নেতিবাচক মন্তব্য করা হয়। এরপর টুইটারের একাউন্ট বন্ধ করে দেন এবং আড়ালে চলে যান।

সোনাক্ষী বলেন, ‘মানসিকভাবে শান্তিতে থাকতে চাই। তাই কাজ নিয়েও এখন তাড়াহুড়ো করছি না। আর আপাতত আলোচনার বাইরেই থাকতে চাই।’

উল্লেখ্য, সর্বশেষ সালমান খানের সঙ্গে ‘দাবাং’ সিনেমার পর থেকে সোনাক্ষী সিনহাকে আর বলিউডের পর্দায় দেখা যায়নি। তবে খুব শিগগিরই সোনাক্ষী তার নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন। করোনার আগেই রিমা কাগতির ‘ফ্যালেন’ নামের ওয়েব সিরিজটিতে কাজ করবেন বলে সম্মতি দিয়েছিলেন সোনাক্ষী। করোনার কারণে লকডাউন হওয়ায় শুটিং বন্ধ থাকে।

অবশেষে চলতি বছরের ডিসেম্বরে রাজস্থানে শুরু হবে এই ওয়েব সিরিজটির শুটিং।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন